অনলাইনে মাস্ক বিক্রি করেই চিকিৎসকদের মাস্ক উপহার

৭ মে, ২০২০ ১৬:৫৭  
নিজেদের ই-কমার্স প্লাটফর্ম ব্যবহার করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক সংগ্রহ করলো রিকন্ডিশন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাভেন অটোস। মাত্র ৩ দিনে এই প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৮০০ টি কেএন৯৫ মাস্ক কেনার অর্থ ম্যাভেন অটোসের ই-কমার্স সাইট থেকে সংগ্রহ করে। এরসঙ্গে আরো প্রায় ২ হাজার ২০০টি মাস্কের মূল্য যোগ করে মোট চার হাজার মাস্ক সারাদেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপহার দেয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ই-কমার্স ব্যবসায় এভাবে মাস্ক সংগ্রহের বিষয়ে ম্যাভেন অটোস এর স্বত্তাধিকারী আশফাক ইবনে আব্দুল আওয়াল বলেন, বাই ওয়ান ডোনেট ওয়ান’ অফারে একজন ক্রেতা একটি মাস্ক কিনলে আরেকটি মাস্ক কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় যারা কাজ করছেন তাদের পৌঁছে দেয়া হয়। এই অফারে প্রায় ১ হাজার মাস্কের ফরমায়েশ গ্রহণ করেন। এক্ষেত্রে প্রতিটি মাস্কে ২৮ টাকা করে ভর্তুকি প্রদান করা হয়। অন্য আরেকটি অফারে সরাসরি মাস্কের মূল্য প্রদানের মাধ্যমে প্রায় ৮০০ মাস্কের মূল্য সংগৃহ করে তারা। পরবর্তীতে ম্যাভেন অটোস এর পক্ষ থেকে আরো দুই হাজার ২০০ টি মাস্ক নিজেদের তরফ থেকে করোনা যোদ্ধাদের প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়। চার হাজার মাস্কের ফরমায়েশ পাঠিয়ে চীন থেকে আমরা কেএন৯৫ মাস্কগুলো সংগ্রহ করে। আন্তর্জাতিকভাবে কার্গো পরিবহন সীমাবদ্ধ থাকায় মাস্ক পেতে কিছুটা বিলম্ব হয়। মাস্ক হাতে পাওয়ার পর থেকে দেশের রাজধানীর হাসপাতালসহ সারা দেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এই উপহার পাঠাতে ফের কার্যক্রম শুরু করে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী। ২৩ এপ্রিল থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই ‘মাস্ক উপহার’ প্রদানের কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে প্রত্যক্ষ নির্দেশনা এবং সহযোগিতা প্রদান করেন বিএসএমএমইউ এর পাবলিক হেলথ এবং ইনফরমেটিক্স বিভাগের গবেষণা কর্মকর্তা ডা. কে.এম. তৌহিদুর রহমান। ইতোমধ্যে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধী ইন্সটিটিউট ও হাসপাতাল, শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউট মাতুয়াইল, ঢাকা শিশু হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল ও আবেদা মেমোরিয়াল হাসপাতালেসহ আরো কয়েকটি হাসপাতাল কতৃপক্ষের কাছে এই মাস্কগুলো হস্তান্তর করা হয়। রাজধানী শেষ হলে এই কার্যক্রম সারাদেশে পরিচালিত হবে বলেও জানান আশফাক ইবনে আব্দুল আওয়াল।